সংরক্ষিত বনের মূল্যবান সেগুন কাঠ পাচারে বন সন্ত্রাসীরা অভিনব পদ্ধতি গ্রহণ করেছে। এবার সড়ক পথ ছেড়ে সন্ত্রাসীরা গভীর রাতে বাঁশের চালির সাথে বেঁধে নদীর তলদেশ দিয়ে ডুবুরির সাহায্যে অভিনব পদ্ধতিতে সেগুন কাঠ পাচারের প্রচেষ্টা চালাচ্ছে। তবে কাপ্তাইয়ে অবস্থিত ৪১ বিজিবি গোপন সূত্রে খবর পেয়ে রাতের আঁধারে কর্ণফুলী নদীতে অভিযান পরিচালনা করে দুই দফায় ২৫০ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত সেগুন কাঠের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৬ লাখ টাকা হবে বলে সূত্রে জানা গেছে।
পর পর দুই দফায় কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে গভীর রাতে অভিনব পদ্ধতিতে পাচারের সময় বিজিবি কর্তৃক উদ্ধার করার কথা স্বীকার করেছেন ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। স্থানীয় জনণের মাধ্যমে গোপনে সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা কর্ণফুলী নদীতে অভিযান পরিচালনা করে মূল্যবান সেগুন কাঠ উদ্ধার করা হয় বলেও তিনি জানান।