নতুন সুরের তাল তালাশে

মির্জা মোহাম্মদ আলী | মঙ্গলবার , ২১ জানুয়ারি, ২০২৫ at ৬:৩১ পূর্বাহ্ণ

সানাই বাঁশি বাজে সুরে আরো বাজে ঢোল,

সব বাজনার তালে সবাই দেখছে গণ্ডগোল।

বাঁশির সুরে তেজ অতি তাই অপছন্দ হয়,

সানাই এখন বিলীন পথে হারায় পরিচয়।

ঢোলের স্বরে কম্পন করে বুকে নিয়ে ভয়,

আলেগ আলেগ সুর মূর্চ্ছনা সীমাহীন নিদয়।

এ দুনিয়ায় আর চলে না তিন ধরনের তাল,

খারাপ মিষ্টি,পঁচা তেতুল, গোলমরিচের ঝাল।

বেতাল বুঝার শক্তি অটল বলে লোকের হৃদ,

এসব তালের অন্ত হতেই ভাঙবে চোখের নিদ।

নতুন সুরের তাল তালাশে ঘুরছে এখন লোক,

সানাই বাঁশি ঢোলের জন্য করবে না আর শোক।

পূর্ববর্তী নিবন্ধসবার আগে নিজেকে ভালোবাসতে হবে
পরবর্তী নিবন্ধযুগের ইমাম গাজ্জালি অধ্যক্ষ আল্লামা মুছলেহ উদ্দিন (রহ.)