নতুন সুখের ঘ্রাণ

হুমায়ুন আবিদ | বুধবার , ২৫ ডিসেম্বর, ২০২৪ at ৭:৩৮ পূর্বাহ্ণ

কাস্তে হাতে কৃষাণ ছুটে কাটতে নয়া ধান

হেমন্ত যে এলো বুঝি গাইছে পাখি গান।

ধান মাড়াইয়ের শব্দে জাগে গাঁয়ের পাড়া আজ

ব্যস্ত সবাই দিনে রাতে হাতে ভীষণ কাজ।

কৃষাণ বাড়ির উঠোন জুড়ে মাড়াই করা ধান

দুঃখ ভুলে নয়া সুখে কৃষাণে গায় গান।

কৃষাণ বধূর মুখে হাসি দুঃখ হলো দূর

সবার মুখে মিষ্টি মধুর গুনগুনাগুন সুর।

কুয়াশার রাত বুকে নিয়ে জোছনা ছড়ায় চাঁদ

জারি সারি গানের মেলা খুশির আহ্লাদ।

ভাপা চিতই পাটিসাপটা খাওয়ার লাগে ধুম

ঢেঁকিতে ধান ভানার শব্দে হারায় চোখের ঘুম।

মেঠো পথে গরুর গাড়ি ধুলো উড়ার দিন

হালকা শীতে মন উতালা দিনগুলো রঙিন।

শরৎ শেষে হেমন্ত যে নতুন সুখের ঘ্রাণ

আনন্দ আর খুশি ভরা গাঁও গেরামের প্রাণ।

পূর্ববর্তী নিবন্ধধান পেকেছে
পরবর্তী নিবন্ধমালিনীর ভেড়া