নতুন সিএমপি কমিশনার হাসিব ও চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি পলাশ

আজাদী প্রতিবেদন | বুধবার , ৪ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরী পুলিশের কমিশনার এবং চট্টগ্রাম রেঞ্জে নতুন ডিআইজি নিয়োগ দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে নিয়োগ প্রদান করা হয়। এরমধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সিআইডির অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) হাসিব আজিজ। তিনি পুলিশের সাবেক আইজি এম আজিজুল হকের সন্তান।

১৫তম বিসিএসের এই পুলিশ কর্মকর্তা ২০০২ সালে চট্টগ্রাম জেলা পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্বপালন করেন। অপরদিকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে পিবিআইয়ের পুলিশ সুপার থেকে ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আহসান হাবিব পলাশকে।

গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ১ শাখার উপসচিব মোহাম্মদ মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিএমপিসহ সাত মেট্রোপলিটন পুলিশে কমিশনার পদায়ন করা হয়েছে।

সিএমপির নয়া কমিশনার হাসিব আজিজের বাড়ি শরীয়তপুরে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ পাওয়া আহসান হাবিব পলাশ গত ১৮ আগস্ট ডিআইজি হিসেবে পদোন্নতি পান। ইতিপূর্বে তিনি সিএমপিতে উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

সিএমপি কমিশনার নিয়োগের পাশাপাশি গতকাল একই সাথে আরো ছয়টি মেট্রোপলিটন সিটিতে পুলিশ কমিশনার নিয়োগ দেয়া হয়েছে। অন্যান্যরা হলেন, এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ রেজাউল করিমকে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সিআইডির অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) খোন্দকার রফিকুল ইসলামকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ আবু সুফিয়ানকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ডিএমপির উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ জুলফিকার আলী হায়দারকে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পিবিআই এর অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ মজিদ আলীকে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ডিএমপির উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) আমিনুল ইসলামকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

অপরদিকে পৃথক এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম রেঞ্জ ছাড়াও শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি এ কে এম আওলাদ হোসেনকে ঢাকা রেঞ্জে, এসবির পুলিশ সুপার আলমগীর হোসেনকে রাজশাহী রেঞ্জে এবং ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. আশরাফুর রহমানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধযৌথ অভিযান শুরু, নগরে অস্ত্র ও জাল টাকা উদ্ধার
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কাস্টমসের নতুন কমিশনার জাকির হোসেন