নতুন শিক্ষা কারিকুলাম ও শিক্ষার্থীদের শিখন পদ্ধতি

| সোমবার , ১৩ মে, ২০২৪ at ৬:৫১ পূর্বাহ্ণ

শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষার্থীরা শিক্ষা জীবনে যা শিখে তাই তাদের জীবনের পাথেয়। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এ বছরে থেকে চালু করেছে নতুন কারিকুলাম। যে কারিকুলাম একজন শিক্ষার্থীকে প্রকৃত ও জীবনমুখী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এ নতুন কারিকুলাম সম্পর্কে শিক্ষকদের ন্যূনতম ধারণা নেই। তারা নিয়মিত ক্লাস করছে ঠিকই ক্লাসে পড়াচ্ছেন না। তার একগাদা বাড়ির কাজ দিয়েই সারা। এবার শিক্ষার্থীরা পড়ছে বিপাকে। আশ্রয় নিতে হচ্ছে গুগলের। তারাও গুগল থেকে দেখে দেখে বাড়ির কাজ সারছে। এতে শিক্ষার্থীরা কতোটা উপকৃত হচ্ছে তা ভাববার বিষয়।

শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলতে শিক্ষকরাই নিতে পারে প্রকৃত ভূমিকা। অন্তত পাঠ্যপুস্তকানুযায়ী ক্লাসে শিখন কার্যক্রম যথাযথ পালন করার জন্য অভিভাবকদের পক্ষ থেকে শিক্ষকশিক্ষিকাদের প্রতি আবেদন জানাচ্ছি।

মইজ উদ্দীন চৌধুরী

পশ্চিম বাকলিয়া

চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধসুকান্ত ভট্টাচার্য : রবীন্দ্রোত্তর বাংলা কবিতার বৈপ্লবিক কবি
পরবর্তী নিবন্ধপৃথিবীর সকল মায়ের জন্য শুভ কামনা