নতুন শিক্ষাক্রম স্থগিত হয়নি : এনসিটিবি

| রবিবার , ১১ আগস্ট, ২০২৪ at ১১:৩৯ পূর্বাহ্ণ

আওয়ামী লীগ সরকার পতনের পর রাষ্ট্রীয় বিভিন্ন পদে রদবদলের মধ্যে নতুন শিক্ষাক্রম স্থগিতের যে খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে, তা সত্য নয় বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। তবে ১১ আগস্ট থেকে বগুড়ায় হতে যাওয়া শিক্ষাক্রম সংক্রান্ত একটি কর্মশালা স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে। এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম বলেন, সরকারের আদেশ ছাড়া আমরা এ সিদ্ধান্ত নিতে পারি না। খবর বিডিনিউজের। প্রবল গণআন্দোলনের মধ্যে গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারত ছাড়ার পর দেশ পরিচালনায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্র্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করার পর রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থায় রাতারাতি রদবদল করছে। এর মধ্যে নতুন শিক্ষাক্রম স্থগিতের গুজবও ছড়িয়ে পড়ে।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে অস্ত্র ও গুলিসহ যুবক আটক
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আগুনে পুড়ল বসতঘর