নতুন মেয়াদে পুতিনের শপথ, অনুষ্ঠান বয়কট করলেন পশ্চিমা নেতারা

| বুধবার , ৮ মে, ২০২৪ at ৮:৩৮ পূর্বাহ্ণ

রাশিয়ার প্রেসিডেন্ট হিসাবে ভ্লাদিমির পুতিন নতুন ছয় বছর মেয়াদের জন্য পঞ্চমবারের মতো শপথ নিয়েছেন। যুক্তরাষ্ট্র ও এর অন্যান্য মিত্রদেশগুলোর নেতাদের অনুষ্ঠান বয়কটের মধ্যেও মঙ্গলবার শপথ গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানটি গ্র্যান্ড ক্রিমলিন প্রাসাদে অনুষ্ঠিত হয়েছে। ৭১ বছর বয়সী নেতা হেঁটে সেন্ট অ্যান্ড্রু’স থ্রোন হলে যান। সেখানেই তিনি শপথ নেন। লাল গালিচায় হাঁটা পথটি পুতিনের কাছে পরিচিত হতে পারে। খবর বিডিনিউজের।

কিন্তু ২০০০ সালের মে মাসে পুতিনের প্রথম শপথ গ্রহণের সেই সময় থেকে গতকাল এতদিন পরে এসে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। আগে পুতিন প্রেসিডেন্ট হিসাবে শপথের সময় গণতন্ত্র উন্নয়ন ও সুরক্ষার কথা বলতেন। রাশিয়ার দেখভাল করার কথা বলতেন। কিন্তু গতকাল ২৪ বছর পর পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছেন, যাতে রাশিয়ার অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে।

ঘরে গণতন্ত্রের পরিবেশ উন্নয়নের পরিবর্তে বরং তা আরও কমাচ্ছেন। সমালোচকদের জেল দিচ্ছেন। ক্ষমতার ভারসাম্য রক্ষার সবকিছুই তিনি অপসারণ করছেন।

পূর্ববর্তী নিবন্ধলিবিয়ায় বন্দিত্ব থেকে মুক্তি পেল ১০৭ অভিবাসন প্রত্যাশী
পরবর্তী নিবন্ধদুই দিনে ইসরায়েলের ৪ সেনা নিহত