নতুন ভিসা চালু করল সংযুক্ত আরব আমিরাত

| শনিবার , ২১ ডিসেম্বর, ২০২৪ at ১০:৪৭ পূর্বাহ্ণ

৫৫ বছর বা তদূর্ধ্ব বয়সীদের জন্য ৫ বছর মেয়াদি রেসিডেন্সি ভিসা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি সিটিজেনশিপ কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) বিভাগ এ ভিসা চালু করেছে। গতকাল শুক্রবার এ সংক্রান্ত সরকারি আদেশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ। আইসিপি বিভাগ জানিয়েছে, নতুন নিয়মে ৫৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবাসীরা সংযুক্ত আরব আমিরাতে রেসিডেন্সি ভিসার আবেদন করতে পারবেন। যারা এর আগেও সংযুক্ত আরব আমিরাতে ছিলেন ৫৫ বছর বয়স পূর্ণ হলে তারাও সেখানে থাকার জন্য ভিসার আবেদন করতে পারবেন। খবর বাংলানিউজের।

এছাড়া সংযুক্ত আরব আমিরাত কিংবা তার বাইরের কোনো দেশে কমপক্ষে ১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকলে এ ভিসার আবেদন করা যাবে। এ ক্ষেত্রে ব্যক্তির কমপক্ষে ১ মিলিয়ন দিরহামের সম্পদ অথবা অর্থ থাকতে হবে। এর বাইরে মাসিক ২০ হাজার দিরহাম আয় (দুবাইয়ের হলে ১৫ হাজার দিরহাম) হলেও চলবে। ভিসার আবেদনের জন্য সর্বশেষ ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। আইসিপি বিভাগ আরও জানিয়েছে, এই ভিসা হবে ৫ বছরের জন্য। ৫ বছর পর একজন সব শর্ত পূরণ সাপেক্ষে পুনরায় ভিসার আবেদন করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইট অথবা ইউএইআইসিপি স্মার্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করে ভিসার আবেদন করা যাবে।

পূর্ববর্তী নিবন্ধখুনি সাদপন্থিদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে পরিবহন নৈরাজ্য বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান