নতুন বছরে শাকিবের ধামাকা, বরবাদের পোস্টার প্রকাশ

| শুক্রবার , ২০ ডিসেম্বর, ২০২৪ at ৭:৩৯ পূর্বাহ্ণ

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমার দর্শন বদলে গেছে এখন। ছবির ধরন, গল্প, লোকেশন সবটাই যাচাই করে কাজে হাত দেন অভিনেতা। প্রিয়তমা, তুফান, দরদের পর এবার ভিন্ন আরেক ধামাকা নিয়ে এলেন শাকিব খান। আসছে তার ‘বরবাদ’। খবর বাংলানিউজের।

গত বুধবার ‘বরবাদ’এর ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ‘বরবাদ’র ফার্স্ট লুক প্রকাশ করা হয়। অনুষ্ঠানে ছবিটির মোশন পোস্টার উন্মোচন করা হয়। পোস্টারে দেখা যায়, নিউ লুকে বিলাসবহুল রোলস রয়েস গাড়িতে সামনে অ্যাকশন মুডে বসে আছেন শাকিব। তার হাতে পিস্তল। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্ত। তার আগে দেখা যায় শহরজুড়ে ধ্বংসযজ্ঞের আভাস। সবকিছু লণ্ডভণ্ড করে বেরিয়ে আসে আগুনে কুণ্ডলী। পোস্টারটি প্রকাশের পর থেকেই ব্যাপক উন্মাদনা লক্ষ করা যাচ্ছে সিনেমা প্রেমীদের মধ্যে। কারণ ‘বরবাদ’ সিনেমা দিয়ে আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন শাকিব খান ও ইধিকা পাল। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত।

পূর্ববর্তী নিবন্ধনতুন উৎসবে যাচ্ছে জয়া আহসানের সিনেমা
পরবর্তী নিবন্ধজেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান