আগামী বছরের প্রথম শুক্রবার (৭ জানুয়ারি) মুক্তি পেতে যাচ্ছে সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত সিনেমা ‘শান’। পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমাটির এক পোস্টার প্রকাশ করে এ ঘোষণা দিয়েছে এর প্রযোজনা সংস্থা ফিল্মম্যান। তরুণ নির্মাতা এম রাহিম পরিচালিত সিনেমাটি একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। এর কাহিনি সাজিয়েছেন আজাদ খান। তিনিসহ সিনেমাটির প্রযোজনা করেছেন এম আতিকুর রহমান। সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজিম উদ দৌলা। সিয়াম পূজা ছাড়াও ‘শান’-এ আরও অভিনয় করেছেন তাসকিন, চম্পা, অরুণা বিশ্বাস, হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডন, আরমান পারভেজ মুরাদ।