নতুন বই হাতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

স্কুলে স্কুলে উৎসব

| মঙ্গলবার , ৩ জানুয়ারি, ২০২৩ at ১০:৩৮ পূর্বাহ্ণ

বই উৎসবে বাংলাদেশ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন শাহ্‌ছুফী মঈনুদ্দীন শাহ্‌ (র.) দাখিল মাদরাসা গর্ভনিং বডির চেয়ারম্যান ও চসিক সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গত ১ জানুয়ারি শাহ্‌ছুফী মঈনুদ্দীন শাহ্‌ (র.) দাখিল মাদরাসায় বিনামূল্যে বই বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উক্ত মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে, তাই যে কোন মূল্যে বাংলাদেশের এগিয়ে যাওয়াকে ধরে রাখতে হবে বলে মত প্রকাশ করেন সুজন। মাদরাসার সুপারিনটেনডেন্ট মো. আলী নেওয়াজের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন মো. লোকমান হোসেন, মফিজুর রহমান, মো. মনির কোম্পানী, হাবিবুর রহমান প্রমুখ।

জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা :চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামেয়া গভর্নিং বডির সভাপতি প্রফেসর আবুল মহসিন মো. ইয়াহিয়া খান।

বক্তব্য রাখেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. এটিএম লিয়াকত আলী, মুহাম্মদ জসিম উদ্দীন আযহারী, কাজী মুহাম্মদ ছালেকুর রহমান, মীর মোহাম্মদ আলাউদ্দিন, গোলাম মোস্তফা মুহাম্মদ নুরুন্নবী, মোহাম্মদ ইলিয়াছ আলক্বাদেরী, হাফেজ মুহাম্মদ আনিসুজ্জমান, হাফেজ মুহাম্মদ ওসমান গণি, হাফেজ সৈয়দ মুহাম্মদ আজিজুর রহমান, মুহাম্মদ জয়নুল আবেদীন চৌধুরী, মুহাম্মদ মনোয়ার হোসাইন চৌধুরী, মুহাম্মদ আবদুস সবুর, হাফেজ আহমুদুল হক, মোহাম্মদ জামাল উদ্দিন, মুহাম্মদ আবদুল আলীম, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, এস এম দিদারুল ইসলাম, মুহাম্মদ আবু তাহের, মুহাম্মদ আবদুর রাজ্জাক, মুহাম্মদ জহুরুল আনোয়ার, মুহাম্মদ আতাউর রহমান, মুহাম্মদ মাঈনুল ইসলাম, মোহাম্মদ নাছির উদ্দিন, মুহাম্মদ কফিল উদ্দিন প্রমুখ।

এতে গাউসিয়া কমিটি চট্টগ্রাম মহানগর শাখার সেক্রেটারী আলহাজ্ব মোহাম্মদ আবদুল্লাহ ও মহানগর শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মুনাজাত পরিচালনা করেন মাওলানা ড. এটিএম লিয়াকত আলী।

চাঁদপুর মাদ্‌রাসা : বাঁশখালী চাঁদপুর কিউ.এই.আর.ডি ইউ সিনিয়র মাদ্‌রাসায় বই উৎসব গত ১ জানুয়ারি পালিত হয়। মাদ্‌রাসার অধ্যক্ষ হাফেজ আহম্মদের সভাপতিত্বে মাদ্‌রাসা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মাদ্‌রাসা গভণিং বডির সভাপতি মো. খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর গ্রীণ বার্ডস কে.জি স্কুল পরিচালনা পরিষদের সভাপতি নুরুল হোসেন লিটু, মাদ্‌রাসা উপ-অধ্যক্ষ আবু নাছের, ডা. কাজী কলিম উদ্দীন। বক্তব্য রাখেন ইব্রাহিম রহমানি, নুপুর কান্তি দাশ, জানে আলম, মহিউদ্দীন প্রমুখ।

কুলকুরমাই হরদয়া কেজি স্কুল :রাঙ্গুনিয়া পৌরসভার কুলকুরমাই হরদয়া কেজি স্কুলে বই উৎসব বিদ্যালয় প্রাঙ্গনে গত ১ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি মিলন কান্তি বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক হাজী বদি আহমদ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষিকা মনোয়ারা বেগম। এছাড়া সরফভাটা বড়খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে সভাপতিত্ব করেন চাষি মং মারমা। প্রধান অতিথি ছিলেন সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অনন্ত মারমা চৌধুরী, আবুল কালাম চৌধুরী, নুরুল ইসলাম তালুকদার, মোহাম্মদ হোসেন, ইউপি সদস্য দিলদার হোসেন প্রমুখ। এছাড়া রাঙ্গুনিয়ার প্রাথমিক পর্যায়ে ১৫০টি সরকারি, ৭২টি বেসরকারি, ৪১টি মাধ্যমিক এবং ১৫টি এবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে একযোগে নতুন বই বিতরণ করা হয়।

কলকাকলি উচ্চ বিদ্যালয়: কলকাকলি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলম। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুনুল কাদের, সিনিয়র শিক্ষক আহসান করিম, গীতা বনিক, কোহিনুর বেগমসহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

বাসুদেব অনাথ আশ্রম: হাটহাজারীর চিকন্দন্ডী ইউনিয়নের নেহালপুরে বাসুদেব অনাথ আশ্রমের শিশুরা নতুন বই হাতে পেয়ে এভাবেই অনুভূতি করেন।শিশুরা বলেন,নতুন বইয়ের গন্ধে অন্যরকম ভাল লাগা কাজ করছে। নতুন বই ও নতুন বিদ্যালয় পেয়ে অনেক ভালো পড়াশুনা করবো। কারণ আমাদের তো বাবা-মা নেই আমরা অনাথ আশ্রমে থাকি। এতে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম। বিপ্লব চৈতন্য ব্রহ্মচারীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বাসুদেব বিদ্যাপীঠ,মো.মাইউদ্দিন মজুমদার, সাইদা আলম, ক্যাপ্টেন গোবিন্দ লাল সূত্রধর, মো. মুসলিম উদ্দিন ও শ্যামল কান্তি দে।

সরাইপাড়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় : সরাইপাড়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে ২০২৩ সালের বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও কাউন্সিলর আলহাজ্ব মো. নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন মো. রহীম উদ্দীন, মুজিবুর রহমান, লাকী আকতার ও জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান।

রাউজান উরকিরচর উচ্চ বিদ্যালয়: রাউজান উরকিরচর উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক বিলাস কান্তি দাস। উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সহ সভাপতি আলহাজ্ব নুরুল আমিন, সাবেক সদস্য আবু তাহের সওদাগর, মোহাম্মদ আনোয়ার আজম, আলহাজ্ব ইকবাল হোসেন, ইউপি মেম্বার নুরুল আজিম জুয়েল, ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ বেলাল উদ্দিন, মোহাম্মদ জাকারিয়া। শিক্ষক তাজুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. সাইফুল আজম, মেরী বিশ্বাস, পরেশ চন্দ্র সাহা প্রমুখ।

নাসিরাবাদ কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় : শুলকবহর ওয়ার্ড আওতাধীন নাসিরাবাদ কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে বই উৎসব উদ্বোধন কাউন্সিলর মো. মোরশেদ আলম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা নাজনীন ও সহকারী শিক্ষক পাপড়ি বড়ুয়ার সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি হুমায়ুন কবির, সদস্য হাবিবুর রহমান তারেক, সহকারী শিক্ষক শার্মিলা সুলতানা, জেসমিন আক্তার, সুলতানা রাজিয়া, চৌধুরী আমাতুল হাফিজ প্রমুখ।

পশ্চিম মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় : পশ্চিম মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ নাছির উদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমনা চৌধুরী। প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা জোবাইরা নার্গিস খান। বিশেষ অতিথি ছিলেন মোহরা ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. নাজিম উদ্দিন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন, আশেক রসুল খান বাবু, মো. জসিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইলিয়াস, আব্দুল করিম মামুন, মো. নুরুল আব্বাস, মো. হানিফ, মো. আলাউদ্দিন, মো. ইলিয়াস, ইফতেখার সালাম টুলু ও বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাবৃন্দ।

কদম মোবারক বিদ্যালয় : কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরন করা হয়। বিদ্যালয় কমিটির সভাপতি ইমরান হোসেন জুয়েলের সভাপতিত্বে ও প্রধান শিক্ষিকা মনোয়ারা আখতারের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক এম শফিউল আজম চৌধুরী লিটন।এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামশুন নাহার রুবা, তনিশ্রা সেন, শিখা রানী সেন, অর্পিতা মুৎসুদ্দি, আবু জাফর প্রমূখ।

পটিয়া কেলিশহর উচ্চ বিদ্যালয় : কেলিশহর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয় গত ১ জানুয়ারি । বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ। প্রধান বক্তা ছিলেন প্রধান শিক্ষক শেখর দাশগুপ্ত। শিক্ষক প্রবোধ রায় চন্দনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আনোয়ার নবী, শিবু প্রসাদ চক্রবর্তী, বরুন চক্রবর্তী, চম্পক দেব, নিভা চৌধুরীসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

সমিতিরহাট উচ্চ বিদ্যালয় : ফটিকছড়ির সমিতিরহাট উচ্চ বিদ্যালয়ে বই উৎসবে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আজগর।
বিকাশ চন্দ্র বড়ুয়ার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন পরিচালনা কমিটির সভাপতি মো. শাহনেওয়াজ। উপস্থিত ছিলেন সাবেক সদস্য নুরুল আলম কুতুবী, আবদুর রহিম, শেখ মোহাম্মদ আলমগীর ও কামাল পাশা তালুকদার।

পূর্ববর্তী নিবন্ধ৬ জানুয়ারি ক্বণন’র ৩৭ বছর পূর্তি অনুষ্ঠান ‘কবিতা চট্টগ্রাম’
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ইউপি সদস্যকে দেড় লাখ টাকা জরিমানা