বোয়ালখালী উপজেলায় মুজিব শতবর্ষ ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা গতকাল বিকেল ৪টায় চরণদ্বীপ ইউপি মাঠে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জি এম বাবর চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান মো. বাবরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মফিজুর রহমান নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ও মুজিব আদর্শে গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততা-দক্ষতা ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে। বাংলাদেশ আজ দক্ষিণ এশিয়ার সবচেয়ে দ্রুত বর্ধমান অর্থনীতির দেশে পরিণত হচ্ছে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক বোরহান উদ্দীন মো. এমরান, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, পৌর মেয়র জহুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিজানুর রহমান সেলিম, দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান, চবি ছাত্রলীগ নেতা মুসাদ্দিকুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।