নতুন প্রজন্মকে জ্ঞান বিজ্ঞান ও সংস্কৃতিতে উন্নত করে তুলতে হবে

কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় এমপি নজরুল

| বুধবার , ২৪ মে, ২০২৩ at ৬:১২ পূর্বাহ্ণ

চন্দনাইশ ছাত্র সমিতিচট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা চন্দনাইশ লার্নিং সোসাইটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার নাসিম গনির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠান উদ্বোধন করেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নাজিম উদ্দিন চৌধুরী, রিহ্যাব চট্টগ্রাম ও চন্দনাইশ সমিতির বোর্ড অব ট্রাস্টি চেয়ারম্যান আব্দুল কৈয়ুম চৌধুরী, বাংলাদেশ শিপিং এজেন্টস এসো’র পরিচালক মো. আলী আকবর। বক্তব্য রাখেন শেখ টিপু চৌধুরী, চেয়ারম্যান আব্দুুর রহিম চৌধুরী, খোরশেদ আলম টিটু, ফেরদাউস ইসলাম খান, একরাম হোসেন, মো. লোকমান হাকিম, এএমএস ইসলামাবাদী গাজী, অ্যাড. এসএম সিরাজউদ্দৌল্লা, মুছা বাবু, আতিকুল্লাহ খান, ফরিদুল আলম তৌহিদ, আ ন ম হাসান চৌধুরী, মো. সোলাইমান, সরোয়ার কামাল লিটন, মো. ইদ্রিস, মো. আজগর আলী, আলমগীরুল ইসলাম, মো. বোরহান উদ্দিন, বোরহান উদ্দিন গিফারী, তানভীর আহমেদ ছিদ্দিকী, আব্দুল মন্নান হৃদয়, এনাম হোসেন হিরু, জাহেদুল ইসলাম, একেএম নাঈম উদ্দিন সায়েম, তৌফিক আলম জোহাদি, আসিফ করিম সাকিব, মো. জাবেদ প্রমুখ।

অনুষ্ঠানে এসএসসি, এইচএসসি,সমমানের পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। প্রধান অতিথি বলেন, সম্ভাবনাময় নতুন প্রজন্মকে আলোকিত মানুষ হতে হবে। শিক্ষার্থীদেরকে দক্ষ মানবসম্পদ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি নতুন প্রজন্মকে জ্ঞান বিজ্ঞান ও সংস্কৃতিতে উন্নত করে তুলতে হবে।

পূর্ববর্তী নিবন্ধর‌্যাব ডিজির মেয়াদ বেড়েছে আরও এক বছর
পরবর্তী নিবন্ধটেকনাফে বিজিবি-বিজিপির রিজিয়ন পর্যায়ে বৈঠক