নতুন নীতিমালার আলোকে চবিতে শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু

| শনিবার , ২৬ জুলাই, ২০২৫ at ৬:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন নতুন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা, স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ লক্ষে গত ৮ জানুয়ারি ৫৫৮তম সিন্ডিকেটে লিখিত পরীক্ষা, ক্লাস প্রেজেন্টেশন এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সিদ্ধান্তের আলোকে গত ২৪ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদের ইংরেজি শিক্ষক নিয়োগের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, নতুন শিক্ষক নিয়োগের এ প্রক্রিয়া চলমান রেখে আমরা যোগ্য শিক্ষক নিয়োগের লক্ষ্য পূরণ করার চেষ্টা অব্যাহত রাখব। উল্লেখ্য, এ প্রক্রিয়ায় ৫০ নম্বরের লিখিত পরীক্ষায় ৬০% নম্বর প্রাপ্তদের ক্লাস পেজেন্টেশন ও মৌখিক পরীক্ষায় ডাকা হয়।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ শিশু সাহিত্য একাডেমির মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (রহ.)-এর ইন্তেকালে ওএসির শোক