লিথুনিয়ার পথে থাকা রায়ানএয়ারের একটি উড়োজাহাজের গতিপথ ঘুরিয়ে ভিন্নমতাবলম্বী এক সাংবাদিককে গ্রেপ্তারে মিনস্কে নামতে বাধ্য করার ঘটনায় ‘স্তম্ভিত’ পশ্চিমা দেশগুলো বেলারুশের ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। যাত্রীবাহী উড়োজাহাজ ঘুরিয়ে নিজেদের রাজধানীতে নামাতে বেলারুশের যুদ্ধবিমান পাঠানোর ঘটনাকে রাষ্ট্রীয় দস্যুতা বলে বর্ণনা করেছেন ইউরোপীয় ইউনিয়নের একজন নেতা। ইউরোপের অনেক দেশ সোমবার থেকেই সাবেক এ সোভিয়েত প্রজাতন্ত্রের সঙ্গে বিমান যোগাযোগ বিচ্ছিন্ন করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। টেলিগ্রাম অ্যাপে পাওয়া এক ভিডিওতে ২৬ বছর বয়সী ব্লগার, সাংবাদিক রোমান প্রোতেসেভিচকে মিনস্কের একটি জেলখানায় সুতির কালো শার্ট পরা ও হাত বাধা অবস্থায় কথা বলতে দেখা গেছে। ওই ভিডিওতে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন প্রোতেসেভিচ এবং গত বছর মিনস্কে সরকারবিরোধী আন্দোলনে অরাজকতা সৃষ্টিতে ভূমিকা থাকার দায় স্বীকার করেছেন। খবর বিডিনিউজের।
কারারুদ্ধ অবস্থায় দেওয়া এ বক্তব্য প্রত্যাখ্যান করেছে বেলারুশের সরকারবিরোধীরা, যাদের অনেকেই প্রোতেসেভিচের মিত্র। প্রোতেসেভিচের বাবাও ছেলের এই বক্তব্য উড়িয়ে দিয়েছেন। পোল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রী পাভেল জাবলোনস্কি একটি সম্প্রচারমাধ্যমকে বলেছেন, তার সরকার প্রোতেসেভিচের মায়ের কাছ থেকে তার ছেলের স্বাস্থ্যের অবস্থা ভালো নয় বলে জানতে পেরেছে। তবে এ সংক্রান্ত বিস্তারিত কিছু বলেননি তিনি। বেলারুশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রোতেসেভিচকে জেলখানায় রাখা হয়েছে; তিনি তার স্বাস্থ্যের অবস্থা খারাপ বলে কোনো অভিযোগ করেননি। সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বেলারুশের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। উড়োজাহাজ নামানোর ঘটনায় দায়ীদের জবাবদিহিতার মুখোমুখি করতে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, উপদেষ্টাদের কাছে সে সংক্রান্ত পরামর্শও চেয়েছেন তিনি। ব্রাসেলসের বৈঠক থেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা তাদের ২৭ দেশের জোটের আকাশসীমায় বেলারুশের এয়ারলাইন্সগুলোকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন।