নতুন আইন নিয়ে কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের প্রশিক্ষণ কর্মশালা

| বৃহস্পতিবার , ১৬ মে, ২০২৪ at ৭:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশন ও কাস্টম হাউসের উদ্যোগে সিএন্ডএফ এজেন্ট ও তাদের প্রতিনিধিদের জন্য কাস্টমস আইন, ২০২৩ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গতকাল বুধবার নগরীর একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি এ কে এম আকতার হোসেন। সঞ্চালনায় ছিলেন প্রযুক্তি, প্রশিক্ষণ ও আইন সম্পাদক মো. ওমর ফারুক। কোরআন তেলোয়াত করেন আবদুস সাত্তার।

প্রশিক্ষক ছিলেন কাস্টম হাউস চট্টগ্রামের জয়েন্ট কমিশনার মো. তারেক হাসান ও কাস্টমস বন্ড কমিশনারেট, চট্টগ্রামের জয়েন্ট কমিশনার তপন চন্দ্র দে। বক্তব্য রাখেন এসোসিয়েশনের ১ম সহসভাপতি মো. আলতাফ হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম।

কর্মশালায় নতুন কাস্টমস আইন বিষয়ে বাণিজ্য সহজীকরণে কাস্টমস আইনের গুরুত্বপূর্ণ বিধান সমূহের প্রয়োগবিধি সিএন্ডএফ এজেন্টদের প্রশিক্ষণ দেওয়া হয়। উল্লেখ্য, কাস্টমস আইন, ২০২৩ আগামী ৬ জুন হতে কার্যকর হতে যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁও ও ফটিকছড়ি থেকে ১০ চাঁদাবাজ গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধস্বদেশের আবৃত্তি উৎসব ও গুণীজন সংবর্ধনা