নতুনব্রিজে সংঘর্ষের ঘটনায় কলেজ ছাত্র আটক

নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার , ১৮ জুলাই, ২০২৪ at ৩:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামের তৃতীয় শাহ আমানত সেতু (নতুনব্রিজ) এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ।

পুলিশের দাবি, ছাত্রশিবির সন্দেহে তাকে আটক করা হয়েছে। আটক ওই ছাত্রের নাম নাজমুল হাসান (২৫)। তিনি সরকারি সিটি কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র বলে জানা গেছে।

এছাড়া সংঘর্ষে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের অনেককে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সংঘর্ষ শুরু হয়। পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে আন্দোলনকারীদের। জানা গেছে, সকাল ১০টা থেকে নতুন ব্রিজ এলাকায় অবস্থান নেয় আন্দোলনকারীরা। এসময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে। এতেই পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।

এদিকে কোটা আন্দোলনকারীদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে চট্টগ্রাম নগরের গাড়ি চলাচল স্বাভাবিক আছে। তবে দূরপাল্লার কোনো গাড়ি চলছে না।

নতুন ব্রিজ এলাকায় ঘটনাস্থলে থাকা এডিসি আশরাফুল করিম জানান, ‘এখানে (নতুন ব্রিজ) ছাত্র শিবিরের ছেলেদের সংঘবদ্ধ হওয়ার তথ্য পেয়েছি। তাদের প্রতিহত করার জন্য আমরা মাঠে নেমেছি। একজনকে আটক করা হয়েছে। প্রচুর সংখ্যক বিজিবি এবং পুলিশ সদস্য মাঠে রয়েছে। বিজিবির তিনটি রায়ট কার এবং দুই প্লাটুন বিজিবি মাঠে নেমেছে।’
বিস্তারিত আসছে…

পূর্ববর্তী নিবন্ধআলোচনায় বসতে রাজি সরকার : আইনমন্ত্রী
পরবর্তী নিবন্ধউত্তরা, বাড্ডা ও সাভারে সংঘর্ষে নিহত ৪