নজির ভান্ডার দরবারে চন্দ্রবার্ষিকী ওরশ

| মঙ্গলবার , ২১ জানুয়ারি, ২০২৫ at ৬:৩৪ পূর্বাহ্ণ

মাওলানা হাফেজ সৈয়দ নজির আহমদ শাহ’র (.) চন্দ্রবার্ষিকী ও চেহলাম শরিফ গত ১৭ জানুয়ারি নগরীর দক্ষিণ আগ্রাবাদ ছোটপোল আস্তানায়ে নজির ভান্ডার দরবারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা সৈয়দ আখতার কামাল শাহ। তিনি বলেন, মূল্যবোধ চর্চা, ইসলামের নির্দেশিত সহিষ্ণুতা প্রতিষ্ঠা, সর্বোপরি শান্তি ও সৌহার্দ্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সুফিবাদ অনুশীলনের বিকল্প নেই। এ সময় উপস্থিত ছিলেন হাফেজনগর দরবার শরিফের সাজ্জাদানশীন সৈয়দ মুহাম্মদ ফরীদউলআনোয়ার, নজির ভান্ডার আস্তানা শরিফের নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ মিনহাজুল আবেদীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনন্দলোকে মঙ্গলালোকে
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে পাহাড় কাটার সত্যতা পেয়েছে পরিবেশ অধিদপ্তর