ত্রাসের রাজত্ব আর ক্ষমতার অপব্যবহার,
নরাধমের দেখো কত দুর্নীতির বাহার।
কাড়ি কাড়ি টাকা, আর বিঘা একর জমি,
সবই গিলেছে অবলীলায় মহামূল্য দামী।
গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, রিসোর্ট সবই ছিলো
সম্পদের খাতায়
বাদ যায়নি যে বন জঙ্গল তার হিংস্র থাবায়।
নজির গড়েছেন যিনি, অপকর্ম আর লোপাটে,
পালালেন বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, জল বিনা ঘোলাটে।
দুদক এখন ক্লান্ত বড়, জটিল অঙ্কের হিসাব কষে,
আদালতও নিদ্রামগ্ন জাদু কাঠির মোহা বেশে।
আমজনতা আমরা সবাই লাগিয়ে মুখে লাগাম,
টেনে নিয়ে যাবো নতুন ইস্যু জানিয়ে
দিলেম আগাম।