চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের বর্তমান সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ত্বরিকত ফেডারেশন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামায় তিনি শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন এইচএসসি এবং পেশা উল্লেখ করেছেন ব্যবসা ও কনসালটেন্সি। ব্যবসা থেকে নজিবুল বশর মাইজভান্ডারী প্রতি বছর আয় করেন ২৬ লাখ ৪০ হাজার টাকা। শেয়ার, সঞ্চয়পত্র/ ব্যাংক আমানত থেকে ৪ লাখ ৬৬ হাজার টাকা। জাতীয় সংসদ সদস্য হিসাবে সম্মানি পেয়েছেন বছরে প্রায় ২৩ লাখ ৩০ হাজার টাকা। সব মিলিয়ে বাৎসরিক আয় প্রায় ৫৪ লাখ ৩৬ হাজার টাকা। দাখিলকৃত হলফনামায় এ তথ্য জানিয়েছেন। এছাড়া তার নগদ টাকা রয়েছে ১৭ লাখ ২হাজার টাকা ও বৈদেশিক মুদ্রা রয়েছে ১১ হাজার ৯৪ ইউরো।
তার স্ত্রীর রয়েছে নগদ প্রায় ১৮ লাখ ২১ হাজার টাকা ও দুই ছেলের নামে ৩৭ লাখ ৯২ হাজার ৩৯ টাকা। নিজের নামে ব্যাংকে জমা ৫১ লাখ ৩৭ হাজার ৫৪৭টাকা। স্ত্রীর নামে ব্যাংকে রয়েছে মাত্র ১৪ হাজার ৮৭৫ টাকা ও দুই ছেলের নামে রয়েছে ৫ লাখ ৯০ হাজার ৯০১ টাকা। নিজ নামে শেয়ার রয়েছে ৬ লাখ টাকার। স্ত্রীর নামে রয়েছে ৪ লাখ টাকার ও দুই ছেলের নামে ১২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার। নিজের নামে এফডিআর রয়েছে প্রায় ৫৬ লাখ টাকা ও ছোট ছেলের নামে ৫৮ লাখ ৬১৩ টাকার এফডিআর। নিজের নামে ২টি গাড়ি, স্ত্রীর ১টি ও দুই ছেলের ৩টি গাড়ি রয়েছে। স্ত্রীর ১০ ভরি স্বর্ণালংকার থাকলেও নেই তার। তবে ব্যবসায়িক পুঁজি রয়েছে তার ১৯ লাখ ৩৪ হাজার টাকা। স্থাবর সম্পত্তি রয়েছে ৫৭ লাখ ৯৬ হাজার টাকা মূল্যের কৃষি জমি, গুলশান মডেল টাউনে ২৫ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৫ কাঠা জমি ও ৫টি ফ্ল্যাট। হেবা সূত্রে পেয়েছেন ৮৫ লাখ ৯০ হাজার টাকা মূল্যের আরো ২টি ফ্ল্যাট এবং ফটিকছড়িতে পৈত্রিক বাড়ি ও ফ্ল্যাট রয়েছে তার। স্ত্রীর নামেও রয়েছে ২০ লাখ ৪৮হাজার টাকা মূল্যের ১টি ফ্ল্যাট। তিনি ব্যাংক লোন নিয়েছেন ১৪ লাখ ৪৯ হাজার ৪০২ টাকা ও গাড়ির লোন নিয়েছে ৮ লাখ ৭১ হাজার ১০২ টাকা।