নজরুল সংগীত মানুষের ভাবনাকে উন্নত করে

জন্মজয়ন্তী অনুষ্ঠানে বক্তারা

| মঙ্গলবার , ২৮ মে, ২০২৪ at ৭:০৬ পূর্বাহ্ণ

বাগীশ্বরী সংগীতালয়ের উদ্যোগে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেছেন,নজরুলের সৃষ্টি মর্মবাণী আমাদের জীবনে সত্য ও সুন্দরের পথ চলার দিক নির্দেশিকা দেয়। তাঁর গানে ভাষা, সাহিত্যকথা এবং দেশপ্রেমের মেলবন্ধন খুঁজে পাওয়া যায়। নজরুল আমাদের অসামপ্রদায়িক চেতনার অনন্য বাতিঘর। নজরুল সংগীত মানুষের ভাবনাকে উন্নত করে। গত ২৫ মে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে (টিআইসি) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকীতে ‘সুরে ও বাণীর মালা ’ অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় বক্তারা একথা বলেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন চবি উপাচার্য প্রফেসর ড. মো. আবু তাহের। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। বিশেষ অতিথি বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সভাপতি সোহেল আনোয়ার, সংগীতশিল্পী রিয়াজ ওয়ায়েজ। সংগীতালয়ের সভাপতি কৈলাশ বিহারী সেনের সভাপতিত্বে এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উদযাপন পরিষদের সমন্বয়ক যীশু সেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী বিপ্লব কুমার শীল। উপস্থিত ছিলেন প্রকৌশলী রিমন সাহা, প্রিয়তোষ নাথ, উৎপল চক্রবর্তী, সমীরণ সেন, পলাশ দে, . প্রবীর ভট্টাচার্য, অ্যাড.দিলীপ ভট্টাচার্য, সানি ধর, মহিউদ্দিন ইমন, চুমকি সেন, বৃষ্টি ঘোষ, অমর্ত্য চক্রবর্তী, নয়ন গুহ প্রমুখ। সংগীতানুষ্ঠানে ছিল একক সংগীত, একক আবৃত্তি, সমবেত সংগীত ও দলীয় নৃত্য।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় যার যার অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান
পরবর্তী নিবন্ধশান্তি চুক্তি বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে