নজরুল আছে মন মননে

সোমা মুৎসুদ্দী | বুধবার , ৩০ আগস্ট, ২০২৩ at ১০:২৭ পূর্বাহ্ণ

নজরুল আছে মন মননে অগ্নিবীণায় জানি

তাইতো তাকে জাতীয় কবি বলেই আমরা মানি

সাহিত্যের ঐ বাগান জুড়ে প্রিয় সেই ঝিঙেফুল

অগ্নিবীণা ও দোলনচাঁপা লিখেছেন নজরুল।

কবিতা গজল সুরের খেলায় স্বরণীয় নজরুল

বিদ্রোহ দিয়ে ভেঙেছেন যিনি ব্রিটিশের ঐ মূল।

নজরুল আছে নজরুল রবে কবিতার মাঝখানে

তারই লেখা হামদ ও নাদ হৃদয়ে ভক্তি আনে।

শ্যামা সঙ্গীতও লিখেছেন যিনি মেধা ও মনন দিয়ে

আজও তাকে সবে শ্রদ্ধা জানাই হৃদয় গোলাপ দিয়ে।

পূর্ববর্তী নিবন্ধবিদ্রোহী তুমি
পরবর্তী নিবন্ধআমাদের নজরুল