চট্টগ্রাম মহানগরী রিকশা মালিক পরিষদ আঞ্চলিক শাখার প্রতিনিধি সভা গত বৃহস্পতিবার বিকালে আমবাগনে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. বাবুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা নজরুল ইসলাম সরকার, এম.এ. কাদের, বাবু টিটু মহাজন, পরিষদের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মুহাম্মদ মুজিবুর রহমান, সেবক এসো সড়ক দুর্ঘটনা মুক্ত বাংলাদেশ গড়ির সহ–সাংগঠনিক সম্পাদক মনজুর আলম, জাতীয় শ্রমিক লীগ মহানগরর যুগ্ম–সাধারণ সম্পাদক মো. মনির হোসেন। এসময় আরও বক্তব্য রাখেন মহানগরী রিকশা মালিক পরিষদের সহ–সভাপতি মো. খুরশিদ কোম্পানি, মোফাজ্জল আহমেদ লেদু, মো. জিকু, কোষাধ্যক্ষ মো. আলী, মো. ইব্রাহিম, মো. লিটন, মো. রুবেল প্রমুখ। সভায় বক্তারা অবৈধ ব্যাটারি রিকশা বন্ধে পুলিশের ভূমিকার প্রশংসা করেন। প্রেস বিজ্ঞপ্তি।











