নগর যুবলীগ নেতা সাজ্জাদ গুলশানে গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৩ মে, ২০২৫ at ৫:৫২ পূর্বাহ্ণ

নগর যুবলীগ নেতা মোহাম্মদ সাজ্জাদকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সহযোগিতায় গত রাতে তাকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ। রাতেই তাকে চট্টগ্রাম নিয়ে আসার কথা। তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় হত্যা মামলা রয়েছে।

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান গত রাত ১১টার দিকে আজাদীকে বলেন, ঘণ্টাখানেক আগে ডিএমপিডিবি’র সহযোগিতায় মোহাম্মদ সাজ্জাদকে আমরা গ্রেপ্তার করছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি সে। তার বিরুদ্ধে আরো মামলা আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ধৃত সাজ্জাদ নগর ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না
পরবর্তী নিবন্ধপুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা