চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, সরকার যুবদল নেতা-কর্মীদের হত্যা, গুম, খুন, জুলুম নির্যাতন করে জনগণের মুক্তির আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করছে। বুকের তাজা রক্ত দিয়ে হলেও সাধারণ মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে সব নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মুন্সিগঞ্জে যুবদল নেতা শহিদুল ইসলাম শাওন হত্যার প্রতিবাদে গতকাল শনিবার চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলোত্তর সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, সহ সভাপতি নূর আহমদ গুড্ডু, এম এ রাজ্জাক, ইকবাল হোসেন সংগ্রাম, ফজলুল হক সুমন, আবদুল গফুর বাবুল, মিয়া মোহাম্মদ হারুন, নাছির উদ্দিন চৌধুরী নাসিম, মোহাম্মদ আলী সাকী, এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, হেলাল হোসেন, রাজন খান, এমদাদুল হক বাদশা, ওমর ফারুক, গোলজার হোসেন, ফেরদৌস আলম, আসাদুর রহমান টিপু, জাহাঙ্গির আলম বাঁচা, শাহজাহান পলাশ, মুজিবুর রহমান রাসেল, জিল্লুর রহমান জুয়েল, মো, জসিম উদ্দিন সাগর, মহিউদ্দিন মুকুল, মো. আলা উদ্দিন, মোহাম্মদ শাহেদুল ইসলাম, হাফেজ কামাল উদ্দিন, মো. সালাউদ্দিন, মো. ইদ্রিস, হামিদুল হক চৌধুরী, মো. হাসান, মিজবাহ উদ্দিন মিন্টু, ইলিয়াছ হাসান মঞ্জু, মিফতাহ উদ্দিন সিকদার টিটু প্রমুখ। বিক্ষোভ মিছিল নগরীর কাজীর দেউরী মোড় থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।