নগরের নূর আহমদ সড়কে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। হামলাকারীরা প্রধান ফটক ভেঙে ফেলে। ভেতরে জানালার কাচ ভাঙচুর করে। এছাড়া কার্যালয়ের সমানে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি আজাদীকে নিশ্চিত করেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। উল্লেখ্য, নাসিমন ভবনের নিচ তলায় নগর বিএনপি ও ছাত্রদলের কার্যালয় রয়েছে। তিন তলায় রয়েছে উত্তর জেলা বিএনপির কার্যালয়। ঘটনার বিষয়ে নগর বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুরে কাজীর দেউড়ি মোড় থেকে মিছিল নিয়ে ক্ষমতাসীন দলের একদল সন্ত্রাসী নাসিমন ভবনে এসে প্রধান গেট ভেঙে বিএনপির দলীয় কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর করে। এসময় তাদের সাথে পুলিশও ছিল। এছাড়া পুলিশের সামনেই তারা বিএনপি কার্যালয়ের সামনের কলাপসিবল গেট ভাঙে। ভিতরে ঢুকে অফিসের জানালার কাচ ভাঙচুর করে। বাইরে পোস্টার ব্যানার ছিড়ে অগ্নিসংযোগ করে। বিএনপি কার্যালয় লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। বিএনপি নেতারা দাবি করেন, সন্ত্রাসীরা দুপুর ১টায় ও ২ টায় এবং বিকেল ৫ টায় মোট তিন দফা হামলা চালায়। কিন্তু পুলিশ কোনো বাধা দেয়নি।