নগরীর সদরঘাট ও চকবাজার থানার ৫ টি নাশকতার মামলায় বিএনপির ৩ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত তাদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন। এর আগে দীর্ঘদিন পলাতক থাকার পর এ তিনজন বিএনপি নেতাকর্মী আদালতের কাছে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
কারাপ্রাপ্ত তিনজন হলেন- ডবলমুরিং থানার ডিটি রোডের মৃত আবদুস শুক্কুরের ছেলে জসিম উদ্দিন (৩৪), সদরঘাট থানার মাঝিরঘাট এলাকার হোসেন আহমদের ছেলে লালু মুরাদ (৩০) ও চকবাজার থানার ঘাসিয়া পাড়ার এসকান্দারের ছেলে জাহেদুর রহমান বাহাদুর (২৯)। মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী আজাদীকে বলেন, কারাপ্রাপ্ত তিনজন আসামি আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে আমরা এর বিরোধিতা করি। আদালত আমাদের বিরোধিতা আমলে নিয়ে তাদের জামিন নামঞ্জুর করে এবং তিনজনকেই কারাগারে পাঠানোর আদেশ দেন। উল্লেখ্য, ২০১৮ সালে সদরঘাট ও চকবাজার থানায় নাশকতার এ ৫ টি মামলা দায়ের করে পুলিশ।