মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী আগামী ১৯ জানুয়ারি। এ উপলক্ষ্যে তিন দিনের কর্মসূচি গ্রহণ করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে ১৭ জানুয়ারি শুক্রবার বাদ জুমা নগরের মসজিদসমূহে দোয়া মাহফিল এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা সভা। ১৮ জানুয়ারি শনিবার বিকাল ৪ টায় মহানগর বিএনপির আলোচনা সভা। এছাড়া ১৯ জানুয়ারি রবিবার সকাল ১০টায় রাঙ্গুনিয়া উপজেলার জিয়া নগরে শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন। কর্মসূচি সফল করতে গত সোমবার বিকেলে নগর বিএনপির আহ্বায়ক কমিটির সভা নাসিমন ভবন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলার সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, শাহ আলম, ইয়াসিন চৌধুরী লিটন প্রমূখ।
প্রেস বিজ্ঞপ্তি