নগরে ১৬ জনকে ৯৩ হাজার টাকা জরিমানা

জমাটবদ্ধ পানি, ফুটপাত দখল

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২২ নভেম্বর, ২০২২ at ৯:৪০ পূর্বাহ্ণ

জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় এবং ফুটপাত দখল করে ব্যবসা করায় নগরে ১৬ জনকে ৯৩ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল পৃথক অভিযানে এ জরিমানা করা হয়।

সংশ্লিষ্টরা জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী দামপাড়া, চট্টেশ্বরী রোড ও মেহেদীবাগ এলাকায় ডেঙ্গু রোগ প্রতিরোধে এডিস মশার উৎসস্থল সন্ধানে বিভিন্ন বাসা বাড়ির ছাদ বাগান ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন।

এ সময় আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়। অভিযানে চারটি নির্মাণাধীন ভবনের নিচে এডিস মশার বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় ভবন মালিকের বিরুদ্ধে মামলা করে ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে পরিচালিত অপর অভিযানে মোগলটুলী কমার্স কলেজ রোড ও কদমতলী ফ্লাইওভারের নিচে রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা করার দায়ে ১০ ব্যক্তির বিরুদ্ধে মামলা করে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। একই আদালত সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শকের দায়েরকৃত মামলায় ২ ব্যক্তিকে ১৪ হাজার টাকা জরিমানা করে।

পূর্ববর্তী নিবন্ধমাড়াইয়ের আগে ধানে দুর্বৃত্তের আগুন, দিশেহারা কৃষক
পরবর্তী নিবন্ধমঙ্গলপৃষ্ঠের নমুনা আনতে হলিউডি পরিকল্পনায় নাসা