দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যান চলাচলের বিষয়ে নির্দেশনা জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। নির্বাচনের ৭২ ঘণ্টা পূর্বে মোটরসাইকেল ও ২৪ ঘণ্টা পূর্বে সর্বসাধারণের যান চলাচলের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নগরীর বিভিন্ন স্থানে মোটরসাইকেল চালানোর অপরাধে ১০৫টি মোটরসাইকেল আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক–দক্ষিণ বিভাগ।
গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত অভিযানে এসব মোটরসাইকেল আটক করা হয়। ট্রাফিক–দক্ষিণ বিভাগের উপ–পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ প্রসঙ্গে জানান, নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ৬ জানুয়ারি শনিবার রাত ১২টা থেকে ৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাঙিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে প্রজ্ঞাপনে বলা হয়েছে। একই সঙ্গে ৫ জানুয়ারি শুক্রবার রাত ১২টা থেকে ৮ জানুয়ারি সোমবার রাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে গাড়ি চালানোর অপরাধে নগরীর ট্রাফিক–দক্ষিণের অধীন ওয়াসা মোড়, সিআরবি, কাজীর দেউড়ি, বাকলিয়া, নিউমার্কেট, সিনেমা প্যালেস, লালখান বাজার, কর্ণফুলী ব্রিজ ও আন্দরকিল্লা এলাকায় অভিযান চালিয়ে ১০৫টি মোটরসাইকেল জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে।