নগরে মো. আরমান (২৬) নামে একজন এনজিও কর্মী ‘আত্মহত্যা’ করেছে। গতকাল সকাল সাড়ে ১০ টার দিকে এনায়েত বাজার এলাকার সাজেদা ফাউন্ডেশন নামে এনজিও অফিসের কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। আরমান কুমিল্লার দেবিদ্বার উপজেলার আব্দুস সামাদের ছেলে। এনজিওতে পিয়নের দায়িত্বে ছিলেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দীন বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এটি আত্মহত্যা। বাকিটা তদন্তের পর জানা যাবে।












