নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আরো ২৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিএমপি জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে এ ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন হাবিবুর রহমান, মো. সোহেল, সমির উদ্দিন, মো. রাকিব, মো. রাজু, মো. জাকির, মো. শিপন, মো. নুর হোসেন প্রকাশ নুরু, মো. শাখাওয়াত হোসেন, শিউলি ইয়াছমিন, মো. আবুল হাসেম, মো. সাইফুল ইসলাম, আবদুল আল মামুন, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মো. আব্দুল মাসুদ, আলাউদ্দিন আলো, মো. শাওন, পতেঙ্গা মডেল থানার আসামি মো. মঞ্জু আলম, মো. আজাদ, সানজিদুল ইসলাম চৌধুরী প্রকাশ রিজভী, মো. মাসুদ আলম, মো. জুবায়ের হোসেন সাগর, মো. সাইফুল, প্রিয়ান্ত শীল, মোহাম্মদ নুর, মো. রমজান আলী ও গোলাম সরোয়ার আলিফ।
সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মাহমুদা বেগম জানান, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র–জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসীবিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে।