নগরের দেয়ালগুলো আবারও রঙিন হলো জুলাই বিপ্লবের গ্রাফিতিতে

আজাদী প্রতিবেদন | রবিবার , ২০ জুলাই, ২০২৫ at ৭:৫৯ পূর্বাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে জুলাইয়ের বিভিন্ন ঘটনা নিয়ে গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এই কর্মসূচির নাম রাখা হয়েছে ‘২৪এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’। ৫ আগস্টের পর চট্টগ্রাম নগরের দেয়ালগুলোতে আঁকা হয়েছিল নানা গ্রাফিতি। এবার এই কর্মসূচি ঘিরে আবারও নগরের দেয়ালে আঁকা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের নানা গ্রাফিতি ও চিত্রকর্ম। গতকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাঁচটি ভাগে বিভক্ত হয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তারা নগরের গুরুত্বপূর্ণ স্থানের দেয়াল, ফ্লাইওভারের পিলার ও রাস্তাঘাট ঘিরে চিত্রাঙ্কনের মাধ্যমে তুলে ধরেছে গত বছরের জুলাইয়ের ঘটনাপ্রবাহ ও তাদের আবেগঅনুভূতি।

গ্রাফিতিগুলোর মধ্যে একটিতে শহীদ আবু সাঈদের দুটি হাত প্রসারিত করে আঁকা ছবির নিচে লেখা হয়েছে ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর’। এছাড়া শহীদ মীর মুগ্ধের ছবির নিচে লেখা হয়েছে ‘পানি লাগবে, পানি?’। আরো একটি চিত্রে দেখা গেছে ছাদের ওপর থেকে হেলিকপ্টার দেখতে গিয়ে নিহত এক শিশুর মুখে উচ্চারিত শেষ কথা ‘বাবা দেখো হেলিকপ্টার।’ সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউব, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপের লোগো ব্যবহার করে ক্যাপশন দেওয়া হয়েছে ‘২৪এর বেতার কেন্দ্র।’ চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় প্রতীকী প্রতিবাদ হিসেবে লেখা হয়েছে ‘বউত দিন হাইয়ো, আর ন হাইয়ো’, লেখা হয় ‘আর নয় বৈষম্য প্রতিষ্ঠা পাক সাম্য’, ‘আবু সাঈদের সাহসিকতা মুগ্ধের মুগ্ধতা লাখো ভাইদের ভুলিনি আমরা’এসব লেখা ও চিত্রের মধ্য দিয়ে আন্দোলনের আবেগ, সময়ের ক্ষোভ ও তরুণদের মনোভূমি শক্তিশালীভাবে ফুটে উঠেছে।

চিত্রাঙ্কনের দলগুলো বিভিন্ন এলাকার দেয়ালে গ্রাফিতি অঙ্কন করেছে। একটি দল কাজ করে প্যারেড মাঠ থেকে চট্টগ্রাম কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন দেয়ালজুড়ে। অপর একটি দল চিত্রাঙ্কন করে সরকারি সিটি কলেজ, পিটিআই, কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম রেলস্টেশন থেকে কদমতলী ফ্লাইওভার পর্যন্ত এলাকাজুড়ে। লালখান বাজার থেকে পতেঙ্গা এয়ারপোর্ট ফ্লাইওভার হয়ে টাইগারপাস পর্যন্ত সড়কের পার্শ্ববর্তী দেয়ালজুড়ে আঁকে তৃতীয় একটি দল। চতুর্থ ও পঞ্চম দল দুটি কাজ করে লালখান বাজার, চট্টগ্রাম ক্লাব, র‌্যাডিসন ব্লু রোড, সিআরবি, পলোগ্রাউন্ড স্কুল ও মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রাম পলিটেকনিক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, চট্টগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকাগুলোর দেয়ালে। শিক্ষার্থীদের আঁকা এসব গ্রাফিতি ও চিত্রকর্মে শুধুমাত্র প্রতিবাদ আসেনি, বরং একটি সময়ের রাজনৈতিক ও সামাজিক চেতনার দলিল, যা দেয়ালে দেয়ালে জীবন্ত হয়ে উঠেছে চট্টগ্রামের নগরজুড়ে।

জানা গেছে, জুলাই বিপ্লবের এক বছর উপলক্ষে মাসব্যাপী নানা কর্মসূচি নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এরমধ্যে স্কুলমাদ্রাসাকলেজের শিক্ষার্র্থীদের জুলাইয়ের গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতাও রয়েছে। উপজেলা পর্যায়ে এই প্রতিযোগিতায় যারা প্রথম স্থান অধিকার করেছে এবং নগরে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে তারাই গতকাল প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ১২
পরবর্তী নিবন্ধপঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সর্বোচ্চ ৪০ শতাংশ বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে