নগরের অরক্ষিত খাল-নালার তালিকা বৃহস্পতিবারের মধ্যে করার নির্দেশ

আজাদী প্রতিবেদন | সোমবার , ২১ এপ্রিল, ২০২৫ at ৫:৪৬ পূর্বাহ্ণ

নগরের হিজরা খালে পড়ে ছয় মাসের শিশু নিহত হওয়ার পর অরক্ষিত খালনালায় বেষ্টনি দেওয়ার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এর অংশ হিসেবে বেষ্টনি ও স্ল্যাবহীন খালনালা ও ঢাকনাহীন ম্যানহোল আছে এমন ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোর তালিকা প্রণয়ন করছে সংস্থাটি। আগামী বৃহস্পতিবারের মধ্যে এ তালিকা প্রস্তুত করে জমা দিতে প্রকৌশল ও পরিচ্ছন্ন বিভাগকে নির্দেশ দিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

গতকাল রোববার বিকালে টাইগারপাস নগর ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রকৌশল ও পরিচ্ছন্ন বিভাগের জরুরি সভায় এ নির্দেশনা দেন মেয়র। সভায় নাগরিকদের কাছ থেকেও এ ধরনের ঝুঁকিপূর্ণ খাল, নালা, ম্যানহোলের তথ্য সংগ্রহে কর্মকর্তাদের দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত হয়েছে।

এ সময় প্রকৌশলী ও পরিচ্ছন্ন কর্মকর্তাদের মেয়র বলেন, আমি আপনাদের বলেছিলাম এই ধরনের (খালে পড়ে ছয় মাসের শিশু শেহরিজের মৃত্যু) ঘটনা হয়তো ঘটতে পারে। কেন বলেছি, আমি রাস্তায় ঘুরি। আমি তো দেখেছি, ম্যানহোলে ঢাকনা নেই, স্ল্যাব নেই।

শাহাদাত বলেন, এখন যদি সোনার রাস্তা করে দিলেও ক্যাজুয়েলটি হলে সেটাই সবাই বলবে। মানুষ সমালোচনা করার সময় সোনার রাস্তার কথা বলবে না, খারাপটাই বলবে। ১০০টি ভালো কাজ করলেও সেটা বলবে না। বলবে উনার আমলে এভাবে মারা গেছে। আর আমরা মানুষ হিসেবেও চাইব না কারো মায়ের বুক খালি হোক।

তিনি বলেন, ওইদিন রাত সাড়ে ৮টায় আমি গেলাম। রাত ২টা পর্যন্ত ছিলাম। ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড, সিডিএর কেউ এসেছে? শুধু আর্মির যিনি দায়িত্বে আছেন তিনি একবার এসেছেন। কাজেই দিন শেষে আমাদের, সিটি কর্পোরেশনকে থাকতে হবে। তাই আপনারা সবাই চেষ্টা করেন। কেউ যেন আমাদের দিকে আঙুল তুলে বলতে না পারে, ম্যানহোলে ঢাকনা নেই, নালায় স্ল্যাব নেই, প্রিভেন্টিভ দেয়াল নেই।

মেয়র বলেন, এই দুঃখজনক ঘটনায় আমরা কেউ দায় এড়াতে পারি না। একজন নগরবাসী হিসেবে ও মেয়র হিসেবে আমি দুঃখ প্রকাশ করছি। এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তা নিশ্চিত করতে আমাদের কাজ করতে হবে। মাঠপর্যায়ে কর্মরত প্রকৌশলী, পরিচ্ছন্ন বিভাগের জোন প্রধানবৃন্দ আগামী বৃহস্পতিবারের মধ্যে স্ব স্ব আওতাধীন ওয়ার্ডের কোথায় ম্যানহোলের ঢাকনা নেই, কোথায় স্ল্যাব খোলা আছে, কোথায় উন্মুক্ত নালাখাল আছে তা চিহ্নিত করে রিপোর্ট দিবেন। সেই রিপোর্টের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

মেয়র বলেন, ঝুঁকিপূর্ণ খাল বা নালাগুলোতে আপাতত বাঁশ দিয়ে ঘিরে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরে স্থায়ী ঘেরাও দেওয়া হবে। নগরবাসীর উদ্দেশে তিনি বলেন, আমরা চাই না আর কোনো মায়ের বুক খালি হোক। এ শহরকে নিরাপদ, পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্রত্যেককে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। ম্যানহোল খোলা থাকলে, নালার পাশে নিরাপত্তা না থাকলে যে কেউ আমাকে বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানাতে পারেন।

সভায় চসিকের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচলন্ত টেক্সিতে পেট্রোল বোমা নিক্ষেপ, ২ নারী আহত
পরবর্তী নিবন্ধবস্তায় হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেল ব্যবসায়ীকে