নগরীর ৯ ভবন মালিক ও প্রতিষ্ঠানকে ১৮ লাখ টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন

| বুধবার , ১৮ জানুয়ারি, ২০২৩ at ৬:৫৩ পূর্বাহ্ণ

ছাড়পত্র না থাকা, শর্ত ভঙ্গ করা এবং নবায়ন না করায় ৯টি বহুতল ভবনের মালিক ও প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা করে ১৮ লাখ জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সংস্থাটির চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক গতকাল মঙ্গলবার হিল্লোল বিশ্বাস এ জরিমানা করেন।

দণ্ডিত আবাসন প্রতিষ্ঠানগুলো হল ইঞ্জিনিয়ার হাইটস, আবু সাঈদ, ফেয়ার ভিউ এপার্টমেন্ট, এস এম ভূঁইয়া টাওয়ার, এম এস এন্টারপ্রাইজ, সাঝের মায়া, ফিনলে প্রোপার্টিজ লি., স্বপ্নীল ও এস এম বিল্ডাস লি.

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উপপরিচালক মিয়া মাহমুদুল হক বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে ধার্যকৃত ক্ষতিপূরণ ট্রেজারি চালানের মাধ্যমে জমা প্রদানের নির্দেশ দেয়া হয়। আদেশ প্রতিপালনে ব্যর্থ হলে থানায় নিয়মিত মামলা দায়ের করা হবে মর্মে সতর্ক করা হয়।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষানীতি হতে হবে ইসলামের অনুসরণে
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে ইস্টার্ন ব্যাংকের অনুদান