নগরীর ১৬ থানায় হবে সিটিজেন ফোরামের মতবিনিময়

খুঁজে বের করা হচ্ছে বিভিন্ন সমস্যা সমাধানের পন্থা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৫ জানুয়ারি, ২০২৫ at ৯:০৫ পূর্বাহ্ণ

চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডসহ এলাকায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় চট্টগ্রাম মহানগরীর ১৬টি থানায় সিটিজেন ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠানের উদ্যোগ নেয়া হয়েছে। কমিউনিটি পুলিশসহ স্থানীয় বাসিন্দাদের সাথে পুলিশের এই মতবিনিময় সভায় এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা এবং তা সমাধানের পন্থা খুঁজে বের করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, চট্টগ্রাম মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী এবং চাঁদাবাজদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পুলিশের সাথে স্থানীয়দের সম্পর্ক জোরদার করতে বিশেষ এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

থানায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সংশ্লিষ্ট জোনের উপপুলিশ কমিশনার (ডিসি)সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। থানাগুলোর ওসিদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় এলাকার চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের অপতৎপরতা বৃদ্ধিসহ সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষায় কমিউনিটি পুলিশের সদস্যদের পাশাপাশি স্থানীয় সচেতন জনগণেরও সহায়তা চাওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরোটারী বেতাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে আহরণ শিক্ষক সভা
পরবর্তী নিবন্ধগাইনি বিভাগের নতুন স্বাস্থ্য সেবা ওয়েলকাম উইম্যান ক্লিনিক চালু