চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শহরের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক ও সামাজিক সংগঠনের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহীদ জালাল উদ্দিন সোহেলের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এই ফ্রি মেডিকেল ক্যাম্প একটি মানবিক উদ্যোগ। তিনি গতকাল শনিবার হাজী ক্যাম্প একাদশ আয়োজিত শহীদ জালাল উদ্দিন সোহেল স্মৃতি স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম জালাল উদ্দিন সোহেলের ৮ম মৃত্যুবার্ষিকীতে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল এবং কবর জেয়ারত করেন মেয়র ডা. শাহাদাত হোসেন এবং জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাঈদ আল নোমান। সভাপতিত্ব করেন আলী রেজা এবং সঞ্চালনা করেন ফারুক উদ্দিন খান। উদ্বোধক ছিলেন মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। বিশেষ অতিথি ছিলেন এস কে খোদা তোতন, সামশুল আলম, গাজী সিরাজ উল্যাহ, জহুর মিয়া, এস এম দিদারুল হক, জামাল উদ্দিন বাবু ও জহুর মিয়া। প্রেস বিজ্ঞপ্তি।