নগরীর সব প্রতিষ্ঠানের নামফলক বাংলা চেয়ে স্মারকলিপি

| বৃহস্পতিবার , ১৩ জানুয়ারি, ২০২২ at ১১:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর সব প্রতিষ্ঠানের নামফলকে বাংলা ভাষার প্রাধান্য দেয়া প্রসঙ্গে গতকাল বুধবার সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর কাছে স্মারকলিপি দিয়েছে মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট চট্টগ্রামের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। মেয়রের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন চসিক জনসংযোগ কর্মকর্তা (অতি. দায়িত্ব) কালাম চৌধুরী। এ সময় ডা. শাহ আলম, প্রাক্তন জাসদ ফোরাম নেতা সোলেমান খান, গণঅধিকার চর্চা কেন্দ্রের মশিউর রহমান, আবদুল মাবুদ, বাসদের মহিন উদ্দিন, গণসংগহতি আন্দোলনের হাসান মারুফ রুমি, বিজয় ’৭১ এর আর ডি রুবেল, ভাস্কর চৌধুরী, ইন্তেখাব সুমন, শফিউদ্দিন কবির আবিদ, আলকাদেরী জয় প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালী আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ
পরবর্তী নিবন্ধঘরে আশ্রয় নেওয়া লক্ষ্মীপেঁচা এখন বনে