নগরীর বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৫ মার্চ, ২০২৫ at ৫:৫৫ পূর্বাহ্ণ

রোজার বাজার স্থিতিশীল রাখতে নগরীর বাকলিয়া থানাধীন রাজাখালী ও বাকলিয়া বাজারে অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ভূঞা ও সুব্রত হালদার।

এ সময় বিএসটিআইর লাইসেন্স ছাড়া একটি পানীয়জল সরবরাহকারী প্রতিষ্ঠান ও একটি মুড়ি ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুযায়ী ২টি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কাজীরহাট বাজার, কালুরঘাটে মুদি দোকান ও কাঁচাবাজারে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজীদুর রহমান ও মো. আসিফ জাহান সিকদার। অভিযান চলাকালে সয়াবিন তেল, খেজুর, ডিম, ফলমূলসহ বিভিন্ন পণ্যের বাজার পরিদর্শন করা হয়।

এ সময় পণ্যের মোড়ক ঠিকমতো না থাকা, মূল্য তালিকা হালনাগাদ না থাকা, নির্ধারিত মূল্যের অতিরিক্ত দাম রাখায় কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী ৬টি মামলায় ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহাছান মাহমুদ, নওফেল ও রেজাউল করিমসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধছাদ থেকে নিচে পড়ে রডবিদ্ধ হয়ে শিশুর মৃত্যু