চকবাজারে নালায় তলিয়ে শিশু মৃত্যুর ঘটনায় প্রতিবাদ, ড্রেনেজ সিস্টেমের সংস্কার ও নালায় সেফটি নিশ্চিতসহ ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন ১ টাকায় বৃক্ষরোপণের আয়োজনে গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সভাপতি শেখ আব্দুল্লাহ্ ইয়াছিনের সভাপতিত্বে বক্তব্য দেন, গবেষক ও বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, আমরা চাটগাঁবাসীর সাধারণ সম্পাদক এবিএম ইমরান, ইকো ফ্রেন্ডসের সভাপতি উত্তম কুমার আচার্য, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, আবৃত্তিশিল্পী দিলরুবা খানম, লাল সবুজ সোসাইটির ন্যাশনাল ভলান্টিয়ার সহকারী কোর্ডিনেটর ফয়েজ সাদ, আব্দুল কাইয়ুম, এমআরটি ক্লাবের সভাপতি রায়হান ইসমাইল, ১ টাকায় বৃক্ষরোপণ চট্টগ্রাম বিভাগের সভাপতি নাসরীন জাহান দিপা, সাংগঠনিক সম্পাদক ফাতেহা ফায়রুজ, সুমাইয়েত মাহমুদ, মিজান, পার্থ। ডা. মাহফুজুর রহমান বলেন, ড্রেনেজ সিস্টেমের কাঙ্ক্ষিত উন্নয়নে সিটি গভর্নমেন্ট চালু করতে হবে। এক্ষেত্রে প্রশাসনের সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও মেয়র বরাবর স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ। সেসময় মেয়র ডা. শাহাদাত হোসেন, জেলা প্রশাসক ফরিদা খানম এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। প্রেস বিজ্ঞপ্তি।