নগরীর ছিন্নমূল সমিতির ৩শ সদস্যের মাঝে ত্রাণ বিতরণ

| বুধবার , ৭ জুলাই, ২০২১ at ৬:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর ছিন্নমূল সমবায় সমিতির ৩শ সদস্যের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত উপহার সামগ্রী (ত্রাণ) বিতরণ করা হয়েছে। গত রোববার সকাল ১১টায় এম.এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান। প্রতি প্যাকেট উপহার সামগ্রীর মধ্যে ছিল-৭ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ, ১ লিটার সয়াবিন তেল ও ১টি সাবান।
চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম জাকারিয়ার এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, জেলা নাজির মো. জামাল উদ্দিন প্রমূখ। স্বেচ্ছাসেবক টিম যুব রেড ক্রিসেন্ট ও স্কাউটস দল ত্রাণ বিতরণ কাজে সহযোগিতা করেন।
ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বৈশ্বিক মহামারী কোভিডের কারণে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী কঠিন সময় অতিক্রম করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন মধ্যম আয়ের দেশে উন্নীত হচ্ছে ঠিক তখনই দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর পরেও প্রবৃদ্ধি কমেনি, উন্নয়ন থেমে থাকেনি।
গত বছরের চেয়ে এবার আক্রান্ত ও মৃতের সংখ্যা বৃদ্ধি পেলেও প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় চট্টগ্রামসহ দেশের হাসপাতাল ব্যবস্থাপনার উন্নতি হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল, জেনারেল হাসপাতাল ও অন্যান্য হাসপাতালগুলোতে কোভিড রোগীদের সেবার মান আগের চেয়ে আরও একধাপ এগিয়ে গেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধনাপিতখালীতে বনবিভাগের এক একর জমি উদ্ধার