নগরীর এয়ারপোর্ট এলাকা থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

| শুক্রবার , ৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৩:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর এয়ারপোর্ট এলাকা থেকে মো. আরজু (৩৩) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে নগরীর এয়ারপোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন হালিশহর থানার ভারপ্রাপ্ত (ওসি) মনিরুজ্জামান।

গ্রেপ্তার আরজু হালিশহর থানাধীন বড়পুল হাছান আলী মাজার এলাকার মো. সেলিম খানের ছেলে। সে হালিশহর থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা বলে জানা যায়।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, আরজু নামে এজাহারনামীয় এক আসামিকে এয়ারপোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধঈদগাঁওতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপটিয়ার দর্জি উজ্জ্বল খুনের প্রধান আসামি ফেনী থেকে গ্রেফতার