নগরীর আরও ৫ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

তিন প্রতিষ্ঠানকে দুই লাখ ৫ হাজার টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:১২ পূর্বাহ্ণ

নগরীর ন্যাশনাল হাসপাতাল ও ম্যাক্স হাসপাতালসহ ৫ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগ ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। গতকাল পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মহিউদ্দিন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মো. ফয়েজ উল্যাহ ও জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মো. ফয়েজ উল্যাহ জানান, নগরীর ম্যাক্স হাসপাতালের ল্যাবে মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার ও ঘষামাজা করে কেমিক্যালের মেয়াদ বাড়ানোর দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ন্যাশনাল হাসপাতালের অঙ্গপ্রতিষ্ঠান সিগমা ল্যাবে মেয়াদোত্তীর্ণ কেমিক্যালের ব্যবহার ও সংরক্ষণের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে গতকাল সকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এক অভিযানে আগ্রাবাদ এলাকার মাদার এন্ড চাইল্ড কেয়ার হাসপাতালে নোংরা পরিবেশ ও অপারেশন থিয়েটার অপরিষ্কার থাকায় ৫ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধ ঘোষণা করেন। এছাড়া একই এলাকার মেডি এইড ডায়গনস্টিক সেন্টারকে শোকজ করা হয়েছে। তবে আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালের সব নথিপত্র ঠিক ছিল বলে সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধঅভিযানের খবরে দৌড়ে পালান ভুয়া এক্সরে টেকনিশিয়ান