নগরীর আরও তিন হাসপাতাল-ল্যাবকে ২৫ হাজার টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১ মার্চ, ২০২৪ at ৫:২৬ পূর্বাহ্ণ

নগরীর বিভিন্ন হাসপাতালডায়াগনস্টিক সেন্টারে গতকাল বৃহস্পতিবারও অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়। অভিযানে তিন প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল চলা এ অভিযানে নেতৃত্ব দেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

অভিযানে কিউআর কোডসহ রেজিস্ট্রেশন নম্বর না থাকা, প্যাথলজি ল্যাবে মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল এবং নোংরা পরিবেশের দায়ে কাতালগঞ্জ এলাকার সার্জিস্কোপ হাসপাতালকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কিউআর কোডসহ রেজিস্ট্রেশন নম্বর না থাকার দায়ে কাতালগঞ্জ এলাকার ডেল্টা হেলথ কেয়ারকে পাঁচ হাজার টাকা এবং একই অপরাধে নগরীর মির্জারপুল এলাকার একুশে হাসপাতালকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশমতে এ অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধপূর্বের ন্যায় ব্যবসা করার সুযোগ দাবিতে হকারদের বিক্ষোভ, স্মারকলিপি
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও জাদুঘর নির্মাণ শীঘ্রই