নগরীতে সিপিবির সমাবেশ

| শনিবার , ১৪ ডিসেম্বর, ২০২৪ at ৮:৪৭ পূর্বাহ্ণ

সিপিবি সভাপতি কমরেড অশোক সাহাকে হুমকি দেয়ার প্রতিবাদে নগরীর সিনেমা প্যালেস মোড়ে গতকাল শুক্রবার এক প্রতিবাদ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা সম্পদকমণ্ডলীর সদস্য উত্তম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর, জেলা কমিটির সদস্য প্রদীপ ভট্টাচার্য, কোতোয়ালি থানার সাধারণ সম্পাদক দেবাশীষ সেন। সঞ্চালনা করেন জেলা কমিটির সদস্য জামাল উদ্দীন। সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে দখলদারিত্ব, সন্ত্রাস চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের বৃদ্ধি পয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা বিধান ও দখলদারিত্ব বন্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবো। বিভিন্ন স্থানে দখলদারিত্ব, সন্ত্রাস, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় সৃষ্ট সংকটে ক্ষিপ্রতার সাথে সমস্যা সমাধানের দৃশ্যমান উদ্যোগ চোখে পড়ছে না। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদে লুণ্ঠিত টাকা ও ছুরিসহ ছিনতাইকারী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপশ্চিম বাকলিয়া বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ