স্বেচ্ছাসেবী উন্নয়ন সংগঠন ডিসএ্যাডভানটেইজড পিপলস এসোসিয়েশনের (ডাপা) উদ্যোগে মানব সম্পদ ব্যবস্থাপনা ও সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ গতকাল নগরীর আকবরশাহ থানাধীন কর্ণেলহাট নিউ মনসুরাবাদস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি কাজী মোঃ শাহ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর। দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল–বাংলাদেশ (টিএলএমআই–নিউজিল্যান্ড) এর সহযোগিতায় এবং স্থিতিস্থাপক ডাপার জন্য সক্ষমতা বৃদ্ধি প্রোগ্রামের আওতায় চট্টগ্রাম জেলার কর্মরত ডাপার কর্মকর্তা–কর্মচারীরা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। প্রধান অতিথি শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর তাঁর বক্তব্যে বলেন, একটি প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে দক্ষ মানব সম্পদের উপর। কর্মীদের উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করতে মানব সম্পদ ব্যবস্থাপনার আধুনিক ধারণা ও কৌশল সম্পর্কে সচেতনতা অপরিহার্য। সংগঠনের সভাপতি কাজী মোঃ শাহ কামালের বলেন, আমাদের উদ্দেশ্য হলো কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং নিরাপদ ও সুরক্ষিত কর্মপরিবেশ নিশ্চিত করার মাধ্যমে টেকসই উন্নয়ন সাধন। প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন মমতার সমন্বয়কারী রুহুল মোহিদ চৌধুরী। এতে আরও বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক মো: রুবেল, কোষাধ্যক্ষ নাসিমা আক্তার, ম্যানেজার মো. আবুল কালাম ভূঁইয়া, এডমিন অফিসার রিয়াজুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।