খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবং অবিলম্বে কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতীকী অনশনে বসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের নেতাকর্মীরা। গতকাল বুধবার বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত নগরীর জামালখান এলাকায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ অনশন করেন তারা।
এতে সংহতি জানিয়ে এ কর্মসূচিতে যোগ দেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নেতা রিজাউর রহমান ও মাহফুজুর রহমান।
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মইনুদ্দিন আরিফ, সদস্য সচিব নিজাম উদ্দিন, মুখপাত্র ফাতেমা খানম লিজা ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইবনে হোসাইন জিয়াদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন। এসময় কর্মসূচির কারণে সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। অনশনে নেতৃবৃন্দ বলেন, কুয়েট উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। একটাই দাবি কুয়েট উপাচার্যের পদত্যাগ। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান বলেন, কুয়েটের ভাই–বোনদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আমরা প্রতীকী অনশন কর্মসূচি করেছি। আমরা তিন ঘণ্টা পর আমাদের প্রতীকী অনশন কর্মসূচি স্থগিত করেছি। তবে আমরা আমাদের দাবিতে অটল। আমরা কুয়েটের উপাচার্যের পদত্যাগ চাই। কুয়েটের উপাচার্য বলেছেন, অধিকাংশ শিক্ষার্থীরা তার পদত্যাগ চাচ্ছেন না। অধিকাংশ শিক্ষার্থী পদত্যাগ চাচ্ছে কিনা সেটি বুঝাতে আমরা সারাদেশের শিক্ষার্থী সমাজ একযোগে নিজ নিজ ক্যাম্পাসে এবং মহানগরে অনশন কর্মসূচি পালন করছি।