নগরীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

আজাদী প্রতিবেদন | রবিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৩০ পূর্বাহ্ণ

নগরীতে বিদ্যুৎস্পৃষ্টে শিপন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শিপন হালিশহর থানাধীন বসুন্ধরা ৪ নং রোড কামাল পাশার বিল্ডিংয়ের ভাড়াটিয়া। বিদ্যুৎস্পৃষ্টের পর গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক শিপনকে মৃত ঘোষণা করেন বলে জানান পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদিকুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধসাইনবোর্ডে বাংলা না লেখায় ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা
পরবর্তী নিবন্ধপ্রতারণার দায়ে গ্রেপ্তার তিনি আট পত্রিকার সাংবাদিক!