বর্ষবরণের অনুষ্ঠান চলবে দুপুর একটা পর্যন্ত। আয়োজকদের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এই আয়োজন উপলক্ষে নগরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের বিভিন্ন টিম মাঠে কাজ করবে। তিনি বলেন, আয়োজকদের সাথে সোমবার বৈঠক হয়েছে। বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজকগণ আমাদের জানিয়েছেন তারা বেলা একটার মধ্যে অনুষ্ঠান শেষ করবেন। আমরা তাতে সম্মতি জানিয়েছি। সেখানে আমরা নিরাপত্তার জন্য সিসি ক্যামরা স্থাপনের পরামর্শ দিয়েছি। ঢাকার মতো কোনো নির্দেশনা আমাদের দিতে হয়নি।
উল্লেখ্য চট্টগ্রামের দুইটি স্থানে বর্ষবরণের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে নববর্ষ উদযাপন পরিষদ চট্টগ্রাম সিআরবির শিরীষতলায় বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে। তাদের বর্ষবরণ অনুষ্ঠান সকাল সাড়ে আটটায় শুরু হয়ে বেলা সাড়ে বারটার মধ্যে শেষ হবে।
সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ ডিসি হিলে বর্ষ বিদায় ও বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এবার তারা বর্ষ বিদায় অনুষ্ঠান করবে না। বর্ষবরণের অনুষ্ঠান সকাল সাড়ে ছয়টায় শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত চলবে। এছাড়া চারুকলা ইনস্টিটিউট থেকে সকাল ১০টায় বের হবে মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি নগরীর কাজীর দেউড়ি ঘুরে আবার চারুকলায় গিয়ে শেষ হবে।