ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর গণহত্যার প্রতিবাদে গত সোমবার নগরীতে হওয়া বিক্ষোভ মিছিলের সময় কয়েকটি রেস্তোরাঁ ও প্রতিষ্ঠানে হামলা–ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনায় নগরীর চার থানায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। এসব মামলায় দুদিনে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। কোতোয়ালী থানার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার বিকালে চেরাগী পাহাড় মোড়ে কেএফসি রেস্টুরেন্ট, কাজীর দেউড়ি এসএস খালেদ রোডে ব্র্যাক লার্নিং সেন্টার, ব্র্যাক ব্যাংকের সামনের অংশে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। একইদিন রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন, জাহেদ হোসেন অপু (২৮), গোবিন্দ দত্ত (২৫) ও আব্দুল্লাহ আল মারুফ (২১)।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন জানান, খুলশীর বিভিন্ন স্থানে ওইদিন মিছিল থেকে ভাঙচুরের ঘটনায় মঙ্গলবার রাতে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। ওই মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে। পাঁচলাইশ থানার জিইসি এলাকায় একাধিক রেস্তোরাঁ ও হোটেলে গত সোমবার ইসরায়েলবিরোধী মিছিল থেকে ভাঙচুর করা হয়েছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেন। সিএমপির অতিরিক্ত কমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) মাহমুদা বেগম জানান, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে সোমবার বিকেলে চট্টগ্রামে বিভিন্ন স্থানে হামলা ও ভাংচুরের ঘটনায় চার মামলায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ও ভিডিও ফুটেজ দেখে ভাঙচুরে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার আভিযান চলমান আছে।